অস্কারে যাচ্ছে ‘ঘেটুপুত্র কমলা’

অস্কারে যাচ্ছে ‘ঘেটুপুত্র কমলা’

অনলাইন প্রতিবেদক | তারিখ: ১৮-০৯-২০১২

৮৫তম অস্কার প্রতিযোগিতায় ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’।
সম্প্রতি গঠিত ৮৫তম অস্কার বাংলাদেশ কমিটি চলচ্চিত্রটিকে মনোনয়ন দিয়েছে। চলচ্চিত্র নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ৮৫তম অস্কার প্রতিযোগিতার জন্য বাংলাদেশের চলচ্চিত্রের নাম গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আজ মঙ্গলবার দুপুরে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।
‘ঘেটুপুত্র কমলা’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রাণ, মামুন, মুনমুন আহমেদ, শামীমা নাজনীন, আগুন, তমালিকা কর্মকার প্রমুখ। সূত্র :প্রথম আলো