হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু দিবস

হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু দিবস

১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনকে হিমু দিবস হিসেবে পালন করবে চ্যানেল আই। হিমু দিবসে থাকবে হিমুদের র‌্যালি, মেলা, গানের উৎসব, পথ নাটক এবং চলচ্চিত্র উৎসবসহ নানা আয়োজন। এছাড়া হুমায়ূন পরিবারের সদস্যদের নিয়ে হিমু ফাউন্ডেশনের সূচনা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই উপলক্ষে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘হুমায়ূন আহমেদের বহুমাত্রিক সৃষ্টি ধরে রাখতে এ ধরনের আয়োজন অবশ্যই প্রয়োজন। দিবসটিকে আলোকিত করতে চ্যানেল আই এই উদ্যোগ গ্রহণ করেছে।’


শাইখ সিরাজ বলেন, ‘পরবর্তী প্রজন্মের কাছে তার সৃষ্টিশীল কাজগুলোকে জানাতে হবে। সে উদ্দেশ্য থেকেই এই অয়োজন। এটি বছরের পর বছর প্রসারিত হবে বলে আশা করছি।’

এই আয়োজনের অংশীদার ইনমা মার্কেটিং সলিউশনস-এর পক্ষে ইন্তেখাব মাহমুদ বলেন, ‘এই দিবস উপলক্ষে সারাদেশব্যাপী ক্যাম্পেইন হবে। একটি বড় উইশ বই খোলা হবে। ফেইসবুক, ওয়েব সাইটের মাধ্যমে উইশ গ্রহণ করা হবে। মানুষ তার ভালোবাসা জানাতে পারবে তার প্রিয় মানুষ হুমায়ূন আহমেদকে।’

৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি হুমায়ূন আহমেদ স্মরণসভার আয়োজন করে।

অনুষ্ঠান শুরুতে হুমায়ূন আহমেদের জীবন ও কর্মের ওপর ইফতেখার মুনিম নির্মিত তথ্যচিত্র অন্তিম যাত্রার প্রদর্শন করা হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান ও ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সভাপতি মহিউদ্দীন আহমেদ।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/ওএস/এইচবি/সেপ্টেম্বর ০৯/১২