হুমায়ূন আহমেদের সৃষ্টিকে রক্ষা করা আমাদের দায়িত্ব

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপিএলের পরিচালক মহিউদ্দিন আহমেদ। প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামানের সভাপতিত্বে শোকসভায় আরো বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও লেখক মফিদুল হক, প্রবীণ সাংবাদিক সালেহ চৌধুরী, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাহিত্যিক আনিসুল হক, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজীশ আলী খান, অন্যপ্রকাশের অন্যতম স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার দুই সন্তান নিশাদ, নিনিত। এছাড়া হুমায়ূন আহমেদের বড় মেয়ে নোভা আহমেদও উপস্থিত ছিলেন সভায়।

বক্তারা বলেন, হুমায়ূন আহমেদের সকল সৃষ্টি মানুষের জন্য, এসব সৃষ্টিকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। যিনি তার রচনা দিয়ে মানুষের মনে স্বপ্ন দেখার সাধ জাগিয়ে তুলেছেন সেইসঙ্গে তার ছোট দুই পুত্র সন্তান নিশাদ ও নিনিতের প্রতি সহমর্মী, দায়িত্বশীল ও যত্নশীল হওয়ারও আহ্বান জানালেন দেশের বুদ্ধিজীবী, সাহিত্যিকগণ।

অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ, তার গদ্য পাঠ করেন শিমুল মুস্তাফা। এছাড়া শোকসভার শুরুতেই হুমায়ূন আহমেদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রামাণ্যচিত্রের সিডি হুমায়ূন আহমেদেরে মেয়ে নোভার হাতে তুলে দেন।