বইয়ের বিস্তারিত

Book Name : হিয়ার দ্য উইন্ড সিং
Author Name : হারুকি মুরাকামি/ অনু: ওয়াজেদুর রহমান ওয়াজেদ
Price : Tk.240/=
ISBN Code : 978-984-8154-27-4









Book Details :

সত্তর দশকের জাপান। অদ্ভুত এক বিষণ্নতা ছেয়ে আছে সর্বত্র। সেই বিষণ্নমাখা দিনগুলোতে নামহীন এক যুবক গ্রীষ্মের ছুটিতে বেড়াতে আসে নিজের শহর কোবেতে। যুবক টোকিওর একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। জীবন সম্পর্কে ব্যাপক উদাসীন এই তরুণ গল্পকথক। জীবনের একুশটি বসন্তে যুবক মোট তিনবার প্রেমে পড়েছে। কিন্তু একবারও তা ধরে রাখতে পারেনি। কোনো এক অদ্ভুত কারণে প্রেম আর প্রেমিকা দুটোই শূন্যে মিলিয়ে যায়। তাই যুবক দুনিয়ার অন্তর্নিহিত অর্থটা জানতে চায়। এমতাবস্থায় পরিচয় হয় র‌্যাটের সঙ্গে। দুজনের মধ্যে একটা বিষয়ে বেশ মিল―দুজনই লেখক হবার স্বপ্ন দেখে।
তরুণ অনুপ্রাণিত হয় অচেনা এক লেখকের রচনায়। সেই লেখকের লেখায় দর্শন খুঁজে বেড়ায় সে। অন্যদিকে, র‌্যাট চায় ঘুর্ঘুরে পোকা নিয়ে বেশ সিরিয়াস একটা উপন্যাস লিখতে। কিন্তু এসব কিছু না করে, সমুদ্রতীরের সেই বন্দর শহরে জে’র বারে বসে দুজনে শুধু বিয়ার গেলে। সেবারই চতুর্থবারের মতো প্রেমে পড়ে যুবক। কিন্তু মেয়ে আর যুবক দুজনই চায় নিজের কাছ থেকে পালাতে। এমনকি র‌্যাটও চায় নিজের কাছ থেকে নিজেকে বাঁচাতে। যৌবনের এই নীরস সময়কালের গল্পটা মাত্র ১৮ দিনের। কিন্তু ডালপালা বিস্তার করে তা তরুণের পুরো যৌবনের এক চিত্রিত রূপ হয়ে ওঠে যেন।
তরুণ বসে থাকে বারে কিন্তু তার মনোজগৎ হেঁটে চলে সমানতালে, বাস্তব আর পরাবাস্তব জগতের মধ্যিখানে। পাঠক হেঁটে বেড়ায় সেই মনোজগতের অলিগলি জুড়ে। মুরাকামির অন্যান্য সাহিত্যের মতোই এই গল্পেও পরাবাস্তবতা এসে ভিড় করে বাস্তবতাকে দূরে ঠেলে দিয়ে। সম্পর্কের জটিলতা, একাকিত্ব আর নিঃসঙ্গতার ভাঁজে দর্শন প্রকাশ পায় ক্ষণে ক্ষণে। বিশ্ববিখ্যাত লেখক হারুকি মুরাকামির প্রথম উপন্যাস হিয়ার দ্য উইন্ড সিং। যা প্রকাশের পরপরই জিতে নেয় জাপানের সম্মানজনক গুনজো সাহিত্য পুরস্কার। র‌্যাট ট্রিলজির প্রথম বইয়ের পরাবাস্তব জগতে পাঠকদের স্বাগতম।

“মুরাকামি মানেই যেন পোস্টমডার্নিজমে পূর্ণ কোনো সাহিত্য। এবং তা মুগ্ধ করতে ও আনন্দ দিতে কখনোই ব্যর্থ হয় না।”
―দ্য অপরাহ ম্যাগাজিন

“মুরাকামির প্রথমদিককার লেখা হলেও নতুনত্ব বা অপরিপক্বতার ছিটেফোঁটাও নেই। বরং ইতোমধ্যেই এবং পরিপূর্ণভাবেই মুরাকামিকে খুঁজে পাওয়া যায়।”
―দ্য গার্ডিয়ান