বইয়ের বিস্তারিত

Book Name : ঢাকা জেলার ভূমিব্যবস্থা ও ভূমিরাজস্ব প্রশাসনিক ইতিহাস
Author Name : কাবেদুল ইসলাম
Price : Tk.600.00/=
ISBN Code : 978-984-8796-39-9









Book Details :

ঢাকা জেলার ভূমিব্যবস্থা ও ভূমিরাজস্ব প্রশাসন কোনো অন্যনিরপেক্ষ বিষয় নয়, বরং তা এতদঞ্চলের অনুরূপ ব্যবস্থা ও ব্যবস্থাপনার এক সুদীর্ঘ ধারাবাহিকতা বা বিবর্তনের ফল। তবে এর মধ্যেই রয়েছে ঢাকার স্থানিক কিছু বিশেষত্ব ও স্বাতন্ত্র্য, যেটা অবিভক্ত বাংলামুলুকের প্রায় সব জেলারই কম-বেশি ছিল ও রয়েছে।
সুপ্রাচীনযুগ থেকেই সমগ্র বিশ্বে সর্বোৎকৃষ্ট ও সবচেয়ে মূল্যবান ‘মসলিন’ বস্ত্র উৎপাদক অঞ্চলের অঙ্গীভূত ঢাকার অবিসংবাদী ঐতিহাসিক গুরুত্ব ও খ্যাতির শুরু সতেরো শতকের গোড়ায় প্রভূত দূরদৃষ্টিসম্পন্ন মোগল সুবাদার ইসলাম খান চিশতি ফারুকি কর্তৃক যখন তৎকালীন বাংলার রাজধানী রাজমহল থেকে সরিয়ে এনে চিরপ্রবাহিণী গঙ্গার দ্যোতক একটি অখ্যাত নদী বুড়িগঙ্গার তীরবর্তী ‘ঢাকা’ বা ‘ঢাকা বাজু’ নামক স্থানে স্থাপন করা হয়েছিল। পরে এটিকে কেন্দ্র করেই মোগল শাসকেরা সুবৃহৎ বাংলামুলুকে একটি ‘সুবা’ বা প্রদেশ গঠন করেন।
ঢাকায় তথা বাংলায়ও তারা কেন্দ্রীয় প্রশাসনের ক্ষুদ্রাকার রূপাভাসে এবং সুবিশাল মোগল সাম্রাজ্যব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা অন্য সুবাগুলোর সঙ্গে সঙ্গতি রেখে একটি সমৃদ্ধ প্রশাসনযন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যার একটি ছিল দিওয়ানের অধীনে খালসা-দপ্তর তথা ভূমিরাজস্ব প্রশাসনিক বিভাগ। এই ব্যবস্থাপনার জনবল-কাঠামোটি ছিল গড়পড়তা সুবাগুলোর ন্যায়ই অনেকটা, কিন্তু ভূমিরাজস্বব্যবস্থায় ছিল কেন্দ্রীয় ও স্থানীয় নিয়ম-নীতির সংমিশ্রণ, যেটা না করে তাঁদের উপায়ও ছিল না।
যাই হোক, মূলত মোগল ও নবাবিযুগে, এবং পরবর্তীকালে বিশেষত ব্রিটিশ ঈস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ১৭৬৫ সালে ‘দিওয়ানি’ অধিগ্রহণ-উত্তরপর্বে ঢাকার ভূমিব্যবস্থা এবং এ সংক্রান্ত রাজস্ব প্রশাসনিক ব্যবস্থাপনার একটি দৃষ্টিগ্রাহ্য স্বরূপ এ গ্রন্থের বিভিন্ন অধ্যায়ে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে এতে দেখানো হয়েছে ঢাকার সঙ্গে অবিভক্ত বাংলার তথা বর্তমান বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের অন্যান্য ভূখণ্ডের বা বড় বড় জেলাগুলোর সঙ্গে ঢাকার নিজস্ব বৈশিষ্ট্য বা স্বতন্ত্র অবস্থান।
তাছাড়া ঢাকার এযাবৎ অনেক অজানাপ্রসঙ্গও স্থানবিশেষে উঠে এসেছে এর পাতায়-পাতায়; যেগুলোতেও রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে ঢাকার ভূমিব্যবস্থা ও ভূমিরাজস্ব ব্যবস্থাপনার কম-বেশি সংশ্লেষ।