বইয়ের বিস্তারিত

Book Name : জ্যোতিপ্রকাশ দত্ত : আধুনিক ছোটগল্পের কবি
Author Name : সম্পাদনা : সাদ কামালী
Price : Tk.200.00/=
ISBN Code : 978-984-8793-06-0









Book Details :

আধুনিক ছোটগল্পের কবি জ্যোতিপ্রকাশ আমাদের সে-সত্যই উপলব্ধি করতে শিখিয়েছেন যে ছোটগল্প নামক মাধ্যমটি কবিতার সঙ্গেই অধিকতর সম্পর্কযুক্ত। ছোটগল্পের নদীটিকে তিনি নতুন একটি বাঁক দিয়েছিলেন। নতুন ও বিশিষ্ট একটি সংকেত তিনি স্থাপন করেছিলেন আমাদের সৃষ্টি প্রতিভার নৌযাত্রায়। জ্যোতিপ্রকাশ দত্ত সেই বর্গের লেখক যাঁদেরকে চিনে নিতে হয়; খেয়াঘাটের মাঝির মতো সহজ পরিচয় মেলে না। তিনিও জলযানের চালক, সাগরের দূরবর্তী অচেনা-অনাবিষ্কৃত দ্বীপযাত্রার মাঝি। সাহসী অনুসন্ধানী যাত্রীর তিনি মাঝি, ওই নতুন অজানা দ্বীপভূমির তটে। ওই দ্বীপ নতুন পলিতে নতুন ভূপ্রকৃতিতে গঠিত। সাহিত্যে তা হচ্ছে তাঁর গল্পভাষা এবং গল্পমানুষ। ষাটের দশকে যাঁর অভিযাত্রা তাঁকে শুধু আধুনিক ছোট গল্পের কবি বলা যাবে না, বলতে হবে বিজ্ঞানীও। হ্যাঁ, শব্দ ব্যবহারে, বাক্যবিনাসে, জীবন-ব্যাখ্যায় যতটা তিনি ভাবুক-কবি ততটাই তিনি অনুসন্ধানী-আবিষ্কারক, বিজ্ঞানী। সেই যে শুরু 'দুর্বিনীতকাল' (১৯৬৫) দিয়ে, তারপর দীর্ঘ তাঁর সমুদ্রযাত্রা ওই দূলবর্তী বাংলা ছোটগল্পের দ্বীপে। বাংলাদেশের ছোটগল্পে তিনি কাহিনী শোনাতে নয়, বরং মানবজীবনকে ঘিরে যে জটিল সঙ্কেতময়তা, সময়ের টানাপোড়েন, জীবনের গভীরে প্রতীকী-জীবনের যে বিস্ময় তাকেই চিনিয়ে দিতে চান পাঠককে।
তরলায়িত জীবনের তরলায়িত পাঠকের শিল্পী নন জ্যোতিপ্রকাশ দত্ত। জীবনকে, সমাজকে, রাষ্ট্রকে, ব্যক্তিকে অনুসন্ধানের যে প্রযুক্তিগত কৌশল তা বোধহয় বাংলাদেশের ছোটগল্পে তিনিই প্রথম প্রয়োগ করেন। প্রকৃতির বর্ণনা আর যাপিত জীবনের বর্ণনা কি করে সাগরের নোনা জলে নদীর অনোনা জল মিশে যাবার মতো একেবারে অতিনতুন জলধারায় পরিণত হয়, তাঁর গল্পের শরীর আর আত্মা তো তা-ই। এমন গদ্যভাষাকেই বুঝি বলা যেতে পারে চরিত্রের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা নয়, বরং ছোটগল্পের গদ্যশৈলীর মনস্তাত্ত্বিক বিবরণ। এই রীতি আবিষ্কারক জ্যোতিপ্রকাশ দত্ত, যে গদ্যরীতি গল্পের চরিত্রের চেয়েও অগ্রগামী। বুঝিবা শব্দ, বাক্য, শব্দের ব্যঞ্জনার্থ তাড়িয়ে নিয়ে যাচ্ছে ঘটনাকে এবং তার কুশীলবকে। শুরু থেকেই তিনি চিত্রময় গদ্যের স্বাতন্ত্র্যে উজ্জ্বল ভাষা, অভিনব প্রকাশ ভঙ্গি, বহুস্তরীর বোধ, জীবনের গভীরে প্রতীকী-জীবনের আধুনিক নির্মাণ এবং কাব্যিক ব্যঞ্জনার জন্য আধুনিক নির্মাণ এবং কাব্যিক ব্যঞ্জনার জন্য আধুনিক ছোটগল্পের কবি হিসেবে পরিচিত হন। সমকালের অন্যতম কথাশিল্পী সাদ কামালীর সম্পাদনা জ্যোতিপ্রকাশ দত্তের গল্প, জীবনবোধ, সমাজ, রাষ্ট্র সম্পর্কে ভাবনা এবং শিল্পবোধসহ 'আধুনিক ছোটগল্পের কবি জ্যোতিপ্রকাশ দত্ত'-গ্রন্থটি শিল্প ও সময়ের গভীরেই গ্রথিত হলো।