বইয়ের বিস্তারিত

Book Name : চিত্রকলা বিজ্ঞান ও প্রযুক্তি
Author Name : সৈয়দ লুৎফুল হক
Price : Tk.225.00/=
ISBN Code : 984-415-274-7









Book Details :

চিত্রকলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আলোচনা বা পুস্তক প্রকাশ আমার কাছে একটি নতুন আবিষ্কার সমতুল্য। কারণ এসব বিষয় নিয়ে বাংলাদেশ বা উপমহাদেশে খুব কমই আলোচনা বা পুস্তক প্রায় দুই যুগের বেশি সময়েও আমার চোখে পড়ে নি। হয়তোবা এ বিষয়ের প্রতি আগ্রহ না থাকার কারণে পুস্তক বা লেখার বিষয়টি আমার চোখে আসে নি। ২০০২ সালের দিকে এ বিষয়টি আমার নজরে পড়ে এবং জানার আগ্রহ বেড়ে যায়। তখন থেকে এ বিষয়ের ওপর কিছু করার প্রচেষ্টা অব্যাহত থাকে। বিজ্ঞান ও চিত্রকলা বিষয় দুটি আমার কাছে মনে হয়েছে 'বিজ্ঞান হল একটি গাছ আর গাছের ফুলটি হল শিল্প'। যদিও শিল্প ও বিজ্ঞানের প্রয়োজনীয়তা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে লক্ষ করা যায়। চিত্রকলা ও বিজ্ঞান দুটি বিষয় কল্পনাপ্রসূত। বিজ্ঞানী তাঁর কল্পনাকে ল্যাবরেটরির মাধ্যমে নতুন নতুন বস্তুর আবিষ্কার করেন। শিল্পী তাঁর কল্পনাকে স্টুডিওতে ক্যানভাসে রূপদান করেন। শিল্প ও বিজ্ঞান পরস্পর পরস্পরের পরিপূরক। প্রযুক্তি আমাদের স্থাপত্য, ধর্ম, সংস্কৃতি, প্রাচীন ইতিহাস আমাদের সামনে উপস্থাপিত করে। যেমন─হরপ্পা, মহেনজোদারো, গ্রিস, মিশর ও রোমানদের স্থাপত্যকর্ম, ইতিহাস, চিত্রকলা ইত্যাদি। বর্তমানে সাইবার প্রযুক্তির মাধ্যমে অতীত ইতিহাস, স্থাপত্য, অতীত জীবনের কর্মকাণ্ড উপস্থাপিত করা সম্ভব, এমনকি বর্তমান ও ভবিষ্যতের বিষয়-আশয় উপস্থাপিত করা যায়। অদূরভবিষ্যতে প্রযুক্তি ও বিজ্ঞানের মাধ্যমে মানুষের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে। আলবার্ট আইনস্টাইন বলেছেন, চিন্তার জগতে তিনি একজন শিল্পী, তাঁর চিন্তাকে মুক্ত ক্যানভাসে রূপায়িত করতে পারেন, চিন্তার ব্যাপ্তি বিশ্বময় বারবার ঘুরে বেড়ায়। তাঁর দৃষ্টিতে বিজ্ঞানের আবিষ্কার খণ্ডিত, চিত্রকলার আবিষ্কার হল পূর্ণ।