বইয়ের বিস্তারিত

Book Name : পিপলী বেগম
Author Name : হুমায়ূন আহমেদ
Price : Tk.90.00/=
ISBN Code : 978-984-8798-02-0









Book Details :

তারা তিন বোন-তিলু, বিলু, নীলু। সবচে’বড় হল তিলু, সে ভিকারুননেসা স্কুলে ক্লাস সেভেনে পড়ে। খুব শান্ত মেয়ে।
তারপর বিল, সেও ভিকারুননেসা স্কুলে পড়ে। ক্লাস থ্রী। সে মোটেও শান্ত না। দারুণ হৈচৈ করে। ক’দিন আগে সিঁড়ি থেকে পড়ে হাত ভেঙেছে। ভাঙা হাত প্লাস্টার করে এখন তার গলায় ঝোলানো। বিলু খুব খুশি। হাতের প্লাস্টারে ছবি আঁকতে পারছে।
সবচে’ ছোট নীলু। এবার তার স্কুলে ভর্তি হবার কথা ছিল। অনেক ক’টা স্কুলে টেস্ট দিয়েও অ্যালাউ হয়নি। নীলু খুব কেঁদেছিল। নীলুর বাবা মতিন সাহেব বলেছেন-মা, পচা স্কুলগুলিতে তোমাকে পড়তে হবে না। আমিই তোমাকে পড়াব। নীলু অবাক হয়ে বলেছে, তুমি কী করে পড়াবে? তুমি তো মাস্টার না। তুমি ডাক্তার।
‘ডাক্তাররাও পড়াতে পারে মা।’
‘না, পারে না।’